নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসাত্মক ঘটনায় মোট ১৪ জন অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। হিংসাত্মক ঘটনায় আহত হয়েছেন মোট ৯ জন, তাঁদের মধ্যে ৮ জন পুলিশ কর্মী ও একজন সাধারণ নাগরিক। প্রত্যেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন একজন সাব-ইন্সপেক্টর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রবিবার সকালে উত্তর-পশ্চিম দিল্লির ডিসিপি উষা রঙ্গনানি জানিয়েছেন, জাহাঙ্গিরপুরীতে হিংসাত্মক ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছেন ৮ জন পুলিশ কর্মী-সহ ৯ জন।
শনিবার দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। হনুমান জয়ন্তীর মিছিলে পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এফআইআর-এ ইন্সপেক্টর রাজীব রঞ্জন জানিয়েছেন, ধর্মীয় শোভাযাত্রার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মীরা দুই গোষ্ঠীকে সরিয়ে দিলেও কিছুক্ষণ পর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে পাথর নিক্ষেপ করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।