তেলিয়ামুড়া, ১৬ এপ্রিল : আকন্ঠ মদ্যপান করে স্ত্রী এবং সন্তানকে মারধর করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, সজল মল্লিক প্রতিদিন মদ খেয়ে বাড়িতে এসে স্ত্রী এবং সন্তানকে মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত শনিবার তেলিয়ামুড়া থানায় স্বামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন স্ত্রী। অভিযোগ পাওয়ার পর তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মদ্যপ স্বামী সজল মল্লিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।