চুরি যাওয়া ৪৩টি মোবাইল উদ্ধার

উদয়পুর, ১৬ এপ্রিল : গোমতী জেলার উদয়পুরের আরকে পুর থানার পুলিশ চলতি বছরের ৪৩টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত কয়েকদিনের মধ্যে আটটি মোবাইল ফোন উদ্ধার করেছে আর কে পুর থানার পুলিশ। উদ্ধার করা মোবাইল ফোন গুলি সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে আরকে পুর থানার এসআই দেবব্রত বিশ্বাস জানান, থানা এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে যেসব মোবাইল ফোন চুরি হয়েছে এবং থানায় এফআইআর করা হয়েছে সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত করে যেসব মোবাইল ফোন এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলো সংশ্লিষ্ট মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ধরনের  অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে। যেসব ব্যক্তি মোবাইল ফোন ফেরত পেয়েছেন তারা পুলিশের ভূমিকায় চরম সন্তোষ প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *