ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। ম্যাচ চলাকালীন সময় স্পর্শ কাতর জায়গায় বল লেগে গুরুতর আহত এক ক্রিকেটার। আহত ক্রিকেটারের নাম সাগর দাস। আহত ক্রিকেটারের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে।
ঘটনার বিবরণে জানা গেল, বৃহস্পতিবার বিশালগড় দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে বিশালগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল কোনাবন প্লে সেন্টার এবং বিশালগড় এইচ.এস এর মধ্যে। খেলা চলাকালীন সময়ে কোনাবন প্লে সেন্টারের ক্রিকেটার সাগর দাসের স্পর্শ কাতর অঙ্গে বল পরে। এতে গুরুতর ভাবে মাঠে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পরে সাগর দাস। পরে স্থানীয় একটি গাড়িতে করে সাগরকে তড়িঘড়ি নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানালেন খেলা পরিচালন কমিটির এক কর্মকর্তা।