নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। হিমাচলের জনগণ আপ-কে বিকল্প হিসেবে দেখছে বলে জানালেন আত্মবিশ্বাসী আপ-এর সিনিয়র নেতা মণীশ সিসোদিয়া। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, হিমাচল প্রদেশে আপ-কে বিকল্প হিসেবে দেখছেন মানুষ। বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বিজেপি। সম্প্রতি বিজেপি নেতা হরমেল ধীমান আমাদের দলে যোগ দিয়েছেন।
মণীশ সিসোদিয়া দাবি করে বলেছেন, এবার হিমাচল প্রদেশ বিজেপির প্রায় এক হাজার নেতা ও কর্মী আমাদের দলে যোগ দেবেন। সিসোদিয়ার কথায়, হিমাচল বিজেপির এক হাজার নেতা-কর্মী আপ-এ যোগ দিতে চলেছেন। বিজেপির অনেক বড় নেতাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। হিমাচল প্রদেশের মানুষের বিজেপির কাছে কোনও প্রত্যাশা নেই। সেখানে বিজেপি ভেঙে পড়ছে এবং আম আদমি পার্টির প্রতি মানুষের প্রত্যাশা বাড়ছে, তাই বিজেপি হতবাক।