প্রাচীনের সঙ্গে বর্তমানের মিলনক্ষেত্র, প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের উদ্বোধন করলেন মোদী

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ নয়াদিল্লির তিন মূর্তি ভবনে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের উদ্বোধন করেছেন তিনি। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এটি উদ্বোধন করা হয়েছে, এই সংগ্রহালয়ে ভারতের প্রত্যেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়েছে। স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রীদের জীবন কাহিনী ও অবদানের বিভিন্ন তথ্য প্রদানের মধ্য দিয়ে দেশের গল্প এখানে উপস্থাপিত করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের প্রথম টিকিট কেটেছেন মোদী নিজেই।

প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে স্বাধীনতার পর সমস্ত প্রধানমন্ত্রীকেই শ্রদ্ধা জানানো হয়েছে, তাঁদের প্রধানমন্ত্রী হিসেবে থাকার মেয়াদ অথবা তাঁদের অনুসরণ করা আদর্শ এখানে বিবেচিত হয়নি। তরুণ প্রজন্মকে নেতৃত্বদান, দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রত্যেক প্রধানমন্ত্রীর সাফল্যের কথা সকলকে জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি একটি সমন্বিত প্রয়াস। প্রাচীনের সঙ্গে বর্তমানের মিলনক্ষেত্র হয়ে উঠবে এই সংগ্রহশালা। এই সংগ্রহশালা পূর্বতন তিনমূর্তি ভবনে প্রথম ব্লকের সঙ্গে যুক্ত করা হয়েছে। দ্বিতীয় ব্লকে নব নির্মিত ভবন গড়ে তোলা হয়েছে। ১৫,৬০০ বর্গ মিটারের বেশি এলাকা নিয়ে দু’টি ব্লক গড়ে তোলা হয়েছে। সংগ্রহশালার নকশা তৈরির সময় স্থিতিশীল জ্বালানি সংরক্ষণের বিষয়টিকে বিবেচনা করা হয়েছে। এই প্রকল্প নির্মাণে কোনও গাছ কাটা হয়নি অথবা স্থানান্তরিত করা হয়নি। সংগ্রহালয়ের প্রতীকে ভারতের জনসাধারণ একটি ধর্মচক্র ধরে রয়েছেন, যা দেশ ও গণতন্ত্রের চিহ্ন স্বরূপ।

সংগ্রহশালায় প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু মতবিনিময়ের ধরণে উপস্থাপন করা হবে। এছাড়াও এখানে ডিসপ্লে বোর্ডে নানা তথ্য প্রদর্শিত হবে। নানা তথ্য জানাতে হলোগ্রাম, মাল্টিমিডিয়া, কিয়স্ক, কম্পিউটার ভিত্তিক ভাস্কর্য, স্মার্টফোন অ্যাপ, মতবিনিময়ের জন্য স্ক্রিন ইত্যাদি ব্যবহার করার সুযোগও এখানে থাকবে। সংগ্রহালয়ে মোট ৪৩টি প্রদর্শশালা রয়েছে। কীভাবে আমাদের প্রধানমন্ত্রীরা বিভিন্ন সমস্যার সমাধান করেছেন এবং দেশের সার্বিক বিকাশ নিশ্চিত করেছেন তা এই প্রদর্শশালাগুলিতে তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *