মুম্বই, ১৪ এপ্রিল (হি.স.) : নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক দক্ষিণ আফ্রিকার নাগরিকের কাছ থেকে ২৪ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে।
একটি নির্দিষ্ট খবরের ভিত্তিতে মুম্বইয়ের এনসিবি একটি দল একজন দক্ষিণ আফ্রিকার নাগরিককে একটি লাল রঙের ট্রলি ব্যাগ আটকে তল্লাশি অভিযান চালিয়ে ওই পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে বলে এনসিবি সূত্রে জানা গিয়েছে। ব্যাগ থেকে ৩.৯৮০ কেজি ওজনের চার প্যাকেট হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। নারকোটিক্স বিভাগ ধৃতকে জেরা করে পাচার চক্রের বিষয়ে জানা চেষ্টা চালাচ্ছে।

