BRAKING NEWS

Elon Musk : ৪১ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব এলন মাস্কের

ওয়াশিংটন, ১৪ এপ্রিল (হি.স.) : টুইটারের ১০০ শতাংশ শেয়ার কিনতে চান এলন মাস্ক। এমনই প্রস্তাব দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। শেয়ার প্রতি ৫৪.২০ ডলার দর হাঁকিয়েছেন। বৃহস্পতিবার আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানিয়েছেন এলন মাস্ক। টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরকে প্রস্তাবটি পাঠিয়েছেন এলন মাস্ক। তাঁর মতে, বিশ্বজুড়ে বাকস্বাধীনতার প্ল্যাটফর্ম হিসেবে টুইটারের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চান টেসলা কর্তা। তিনি জানিয়ে দেন, এটাই তাঁর ‘বেস্ট এবং ফাইনাল অফার’। অফার গ্রহণ করা না হলে টুইটারের শেয়ার ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন। টুইটারের বিভিন্ন নীতি তাঁর না-পসন্দ। টুইটেই সমালোচনা করতেন তিনি। শেয়ার কেনার পরেও তিনি বোর্ড অফ ডিরেক্টর হিসেবে যোগ দেননি।

কিছুদিন আগে টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কেনেন এলন মাস্ক। তাঁর বিনিয়োগের পরই এক ধাক্কায় ২৬ শতাংশ বেড়ে যায় টুইটারের শেয়ার। এলন মাস্ক প্রায় ৭৩.৫ মিলিয়ন শেয়ার কেনেন। এবার গোটা টুইটারকেই কিনে নিতে চান টেসলা কর্তা। তাঁর মতে, যে কায়দায় টুইটারের কাজকর্ম চলছে তাতে সংস্থার উন্নতি সম্ভব নয়। বেসরকারি কোম্পানির মতো টুইটারের বদল দরকার। যে কারণে তিনি মাইক্রো ব্লগিং সাইটের ১০০ শতাংশ কেনার প্রস্তাব দেন। গোটা টুইটার কিনতে ৪১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে এলন মাস্ককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *