আগরতলা, ১৪ এপ্রিল : সংবিধানের প্রণেতা তথা কারিগর ডঃ বি আর আম্বেদকর। আজ তাঁর ১৩১তম জন্ম জয়ন্তী। সারাদেশের সাথে রাজ্য বিভিন্নভাবে দিনটি উদযাপন করা হচ্ছে। সরকারিভাবে প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে। এছাড়াও বিজেপির সদর দপ্তরে এদিন যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, এসটি মোর্চার সভাপতি টোটন দাস সহ অন্যান্যরা।
এদিন মানিক সাহা বলেন, বর্তমান সময়ে সমাজের প্রত্যেকের ডঃ বি আর আম্বেদকরের জীবনী সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। যারা পিছিয়ে আছেন সেই অংশের মানুষকে বাবা সাহেবের জীবনী সম্পর্কে অবগত করা খুবই প্রয়োজন। বিশেষ করে উনি যেভাবে দলিত সম্প্রদায়ের জন্য কাজ করেছেন, তাদের উন্নতিতে জীবন উৎসর্গ করেছেন সে বিষয়ে প্রত্যেককে অবগত করা প্রয়োজন। সেই চিন্তা ধারাকে কেন্দ্র করে তাঁর ১৩১তম জন্ম জয়ন্তীতে সাধারণের মধ্যে তাঁর জীবনী সম্পর্কিত একটি লিফলেট বিতরণ করা হয়েছে। যার মাধ্যমে নতুন প্রজন্ম এবং সমাজের প্রত্যেকটি অংশের নাগরিক বাবা সাহেবের জীবনের লড়াই সম্পর্কে অবগত হবেন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি উনার দেখানো পথ অনুসরণ করেই এগিয়ে যাবেন বলে জানান মানিক সাহা।