উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে রাজ্যস্তরে বাবাসাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত

আগরতলা, ১৪ এপ্রিল : রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে রাজ্যস্তরে বাবাসাহেব আম্বেদকরের ১৩১ তম জন্মজয়ন্তী পালিত হয়। সপ্তাহব্যাপী এক কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী ভগবান দাস, প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। 

এদিন ভগবান দাস বলেন, বাবা সাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে দপ্তরের পক্ষ থেকে এবার সপ্তাহ ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এবারে যোগা প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং কলেজ স্তরে বক্তব্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। ২০ এপ্রিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য ভিত্তিক সেমিনার এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সাতদিন ব্যাপী কর্মসূচীর সমাপ্ত হবে বলে জানান তিনি।এছাড়াও প্রতিবার থেকে একটু ভিন্নভাবে এবারের জন্ম জয়ন্তীটি পালিত হচ্ছে বলে জানান তিনি। রাজ্য স্তরের পাশাপাশি প্রত্যেকটি জেলায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে এবং বিভিন্ন কর্মসূচিও গ্রহন করা হয়েছে বলে জানান মন্ত্রী ভগবান দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *