Tripura BJP : রাজ্যের মানুষ বিজেপির উন্নয়ন কর্মসূচিতে আকৃষ্ট হচ্ছেন : সাংসদ ডা: সাহা

আগরতলা, ১৩ এপ্রিল : রাজধানী আগরতলা শহরের শান্তিপাড়া এলাকায় বুধবার বিরোধী শিবির ছেড়ে ৭০ জন ভোটার শাসক দল বিজেপির পতাকা তলে শামিল হয়েছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ ডা: মানিক সাহা সহ অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। এদিন আয়োজিত অনুষ্ঠানে বিরোধী শিবির ছেড়ে আসা ভোটারদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিজেপির প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা।

 
এদিন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি বলেন, রাজ্যের মানুষ সরকারের উন্নয়নমূলক কর্মসূচিতে আকৃষ্ট হয়ে বিরোধী শিবির ছেড়ে শাসকদলে সামিল হচ্ছেন। তিনি বলেন, বিগত বামফ্রন্ট সরকারের আমলে যারা রাস্তায় নেমে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মিছিল করেছেন পতাকা সেটেছেন তারাও চরম অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন। বিগত বামফ্রন্ট সরকার দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছিল। রাজ্যের জনগণ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে দীর্ঘ ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে বিজেপির হাতে শাসন ক্ষমতা তুলে দেওয়ার পর রাজ্যে যেভাবে উন্নয়নের গতি ত্বরান্বিত হচ্ছে তাতে বিরোধী শিবিরের মানুষজনও আকৃষ্ট হচ্ছেন। 


নবাগতদের স্বাগত জানিয়ে বিজেপির প্রদেশ সভাপতি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক রঙ বিচার করে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে না। যারা বিরোধী শিবিরের হয়েছেন অথচ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার উপযোগী তাদেরকে বাছাই করে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অটল জলধারা প্রকল্পের উল্লেখ করে প্রদেশ সভাপতি বলেন, এই দুটি প্রকল্প রাজ্যের মানুষের কাছে আশীর্বাদ হিসেবে পরিগণিত হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রতিটি বাড়ি বাড়ি পাইপ লাইনের  মধ্য দিয়ে পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। 


এসব প্রকল্পের কাজ কতটা এগিয়ে চলেছে তা খতিয়ে দেখতে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন বলেও তিনি জানান। এখনো যারা এসব সুযোগ-সুবিধা পাননি তাদের হাতের কাছে এই সব সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকার যাবতীয় প্রয়াস জারি রেখেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের উন্নয়নে এবং মানুষের আয় ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন বলেও তিনি উল্লেখ করেন। এখনো যারা বিরোধী শিবিরে রয়েছেন তাদেরকে বর্তমান সরকারের কাজ-কর্মের অভিজ্ঞতার ভিত্তিতে শাসক দলের পতাকা তলে শামিল হওয়ার জন্য প্রদেশ বিজেপির সভাপতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *