Calcutta High Court: বিচারপতিকে বয়কটের ডাক, কলকাতা হাইকোর্টে তুমুল অশান্তি

কলকাতা, ১৩ এপ্রিল (হি. স.) : আইনজীবীদের একাংশের বিক্ষোভে বুধবার উত্তাল হয়ে ওঠে কলকাতা হাই কোর্ট চত্বর। বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়ের এজলাস বয়কট করতে চেয়ে ১৭ নম্বর কোর্টের সমানে বিক্ষোভ দেখান তৃণমূলের আইনজীবী সেলের সদস্যদের একাংশ। ঘেরাও করে রাখেন বিচারপতির কোর্টও। এমনকি ওই কোর্টের ভিতরে কোনও আইনজীবীকে ঢুকতে না দেওয়ারও অভিযোগ ওঠে।

পর পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়। নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে কেন সরব হয়েছেন তিনি, তারই প্রতিবাদে জানিয়ে এজলাস বয়কটের ডাক দেন ওই আইনজীবীরা। বিচারপতির কোর্টের বাইরে চিৎকার করতে থাকেন তাঁরা।

বিচারপতি গঙ্গোপাধ্যায় আইনজীবীদের শান্তি বজায় রাখার অনুরোধ করেন। তাঁদের সমস্যা কোথায়, কেন তাঁরা কোর্টের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তা জানতে চান তিনি। বিক্ষোভকারী আইনজীবীদের উদ্দেশে বিচারপতি বলেন, “আমি আর ৫-৭ মিনিট সময় দেব। আপনাদের যা দাবি আছে বলুন। আমি তা শুনানির অংশ হিসাবে নেব না। এবং তা রেকর্ডেও থাকবে না। তবে অনুরোধ করছি শান্তি বজায় রাখুন।” আদালতে সংবাদমাধ্যমকে ঢুকতে বাধা দেওয়া যাবে না বলেও জানিয়ে দেন বিচারপতি। তিনি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যম কোনও ঘটনায় থাকতে পারবে না, এই নির্দেশ দিয়ে আমি পাপ করতে পারব না।” দীর্ঘ সময় ধরে চলে হইচই-উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *