ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। সহজ জয় পেলো রাজারবাগ প্লে সেন্টার। ৯ উইকেটে পরাজিত করলো অরুনাচল সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেটে। বুধবার জামজুরি স্কুল মাঠে হয় ম্যাচটি। প্রাক্তন রণজি ক্রিকেটার বাপ্পা দাসের ঝড়ো ব্যাটিং রাজারবাগকে সহজ জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন।
এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অরুনাচল সঙ্ঘ ৪৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের পক্ষে সম্রাট বিশ্বাস ৭৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৮, অভিজিৎ শীল ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮, অনুপ ভৌমিক ৩৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। রাজারবাগ প্লে সেন্টারের পক্ষে কমল দাস (৩/১২), দেবব্রত পাল (৩/১৬) এবং কৃতিদীপ্ত দাস (২/১৬) সফল বোলার।
জবাবে খেলতে নেমে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয় রাজারবাগ প্লে সেন্টার। ২২ গজে ব্যাট হাতে নেমেই রুদ্রমূর্তি ধারন করেন প্রাক্তন রণজি অলরাউন্ডার বাপ্পা দাস। বিপক্ষের বোলারদের কার্যত তুলোধনি করতে দ্বিধা করেননি বাপ্পা। মাত্র ৩১ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৮ রানে অপরাজিত থেকে যান। এছাড়া সৌরভ দাস ১২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ (অপ:) এবং রাণা দত্ত ১২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন।