নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি. স.) : লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পেতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৪ এপ্রিল হবে মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরণে এই পুরস্কার প্রদান করা হবে।
এই প্রসঙ্গে দ্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর শ্রুতি প্রতিষ্ঠান চ্যারিটেবেল ট্রাস্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ”আমাদের দেশে অনবদ্য অবদান রয়েছে যাঁদের এই পুরস্কারে সম্মানিত করা হবে”। নি:স্বার্থভাবে যে ভাবে দেশ ও সমাজের সেবা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে কারণেই এই পুরস্কার প্রদান করা হবে তাঁকে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ”উনি বিশ্ব দরবারে ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছেন। ওঁর সুযোগ্য নেতৃত্বে আমাদের দেশে অভূতপূর্ব উন্নতি ঘটেছে। উনি আমাদের দেশের অন্যতম একজন মহান নেতা”।