Thief : চুরির অপবাদে এক ব্যক্তিকে প্রচন্ড মারধর, আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন

নতুনবাজার, ১২ এপ্রিল : নতুন বাজার থানা এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করায় ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম নুরশেদ মিয়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, নুরশাদ মিয়া পেশায় শ্রমিক এক বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। ওই বাড়ি থেকে নাকি একটি দা হারানো গিয়েছে। সেই অজুহাতে মিথ্যা অপবাদ দিয়ে এলাকার কিছু যুবক মদমত্ত অবস্থায় তাকে বেধড়ক মারধর করেছে। যুবকদের বেধড়ক মারধরে নুরশেদ মিয়া গুরুতরভাবে আহত হন। আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নতুন বাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে নুরশেদ মিয়ার তরফ থেকে নতুনবাজার থানায় কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই। অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার শান্তিকামী মানুষ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *