ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। অনুর্ধ ১৭ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত বিদ্যাপীঠ দ্বাদশ স্কুলের। সোমবার নর্থ বিলোনিয়া মাঠে বিদ্যাপীঠ স্কুল মুখোমুখি হয় ইস্ট কলাবাড়িয়া স্কুলের। এই ম্যাচে বিদ্যাপীঠ দল ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো ইস্ট কলাবাড়িয়া স্কুলকে। প্রথমে ইস্ট কলাবাড়িয়া দল ব্যাট করতে নেমে ৩১ ওভারে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৫৪ রান। ব্যাট হাতে অম্লান বৈদ্য সর্বাধিক ৪৬ রান করে।
এছাড়া মিঠুন মজুমদার ৩০, পলাশ দাস ১৫ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ৩৪ রানের। বল হাতে বিদ্যা পিঠের পক্ষে নারায়ণ কর ২৭ রানে ৪ টি এবং পুস্পেন বৈদ্য দুটি এবং একটি করে উইকেট দখল করে সাগর নাথ, অর্ঘদীপ পাল এবং সাগর সাহারা। জয়ের জন্য বিদ্যাপীঠ স্কুলের সামনে টার্গেট দাঁড়ায় ১৫৫ রানের। যাকে তাড়া করতে নেমে দল ২১.১ ওভারেই মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের পক্ষে শুভম সাহা অপরাজিত ৫২ রান করে। ৫৮ বলে ৪ টি চার ও ২টি ছয়ের মার রয়েছে এই স্কোরে। এছাড়া শিব শংকর বৈদ্য ২৮, সাগর সাহা অপরাজিত ৪৩ রান করে। সুবাদে আট উইকেটের ব্যবধানে জয় হাসিল করে নিলো বিদ্যাপীঠ দল।