BRAKING NEWS

Shahbaz Sharif : রাতে শপথ শাহবাজের, সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন বয়কট পিটিআইয়ের

ইসলামাবাদ, ১১ এপ্রিল (হি.স.) : সোমবার রাতে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শাহবাজ শরিফ। প্রেসিডেন্ট আরিফ আলাইউ তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। পাক মিডিয়া সূত্রে খবর, এদিন রাত ৮টায় (ভারতীয় সময় রাত সাড়ে ৮টা) শাহবাজের সঙ্গে শপথ নিতে পারেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। জানা গিয়েছে, নতুন সরকারের স্পিকার হতে চলেছেন নবীদ কামার শাহ, বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ, তথ্য মন্ত্রী শাজিয়া মুরে, প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ, আইন মন্ত্রী আজাম টাডর। শপথ গ্রহণের আগে সংসদে নতুন প্রধানমন্ত্রীর নির্বাচন হবে।তাতে তেহরিক-ই-ইনসাফ অংশ নেবে না বলে জানিয়েছে।

তিনবারের প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। শরিফ পরিবারের দ্বিতীয় সদস্য এবার পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। এরপরই পাকিস্তান মুসলিম লীগের (এন) এক নেতা জানিয়ে দেন, ইদের পরই দেশে ফিরতে পারেন নওয়াজ শরিফ। পানামা কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তিনি বিদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *