শ্রীনগর, ১১ এপ্রিল (হি.স.): জম্মু-কাশ্মীরে ফের বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে ৩ দিন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরে। এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি হতে পারে দমকা হাওয়া ও বজ্রপাত। মঙ্গলবার থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কৃষিকাজ বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। সোমবার জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ১২ এপ্রিল (বিকেল) থেকে ১৪ এপ্রিল (দুপুর) পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু ও কাশ্মীর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে প্রভাবিত করতে পারে।
১২ এপ্রিল (রাত) থেকে ১৩ এপ্রিল (দুপুর) রাত পর্যন্ত বজ্রপাত এবং দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মোটামুটি বিস্তীর্ণ জায়গায় বিক্ষিপ্তভাবে এবং তারপরে ১৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। এই সময়ে বাগান ও ক্ষেতে রাসায়নিক স্প্রে এবং সেচ কার্যক্রম স্থগিত করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষক ও চাষিদের।