সিওল, ১১ এপ্রিল (হি.স.): দক্ষিণ কোরিয়ায় আগের দিনের তুলনায় কোভিড-সংক্রমণ ও মৃত্যু অনেকটাই কমেছে। বিগত কিছু দিন ধরে সংক্রমণ কমলেও, মৃত্যু থামছেই না। বিগত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। বিগত এক সপ্তাহেরও বেশি সময় পর এই প্রথম দক্ষিণ কোরিয়ায় এক-লক্ষের নীচে নেমে এসেছে দৈনিক করোনা-সংক্রমণ।
রবিবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ২৫৮ জন কোভিড-সংক্রমিত রোগী। সুস্থ কতজন হয়েছেন, মোট আরোগ্যের হার কত সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৯০ হাজার ৯২৮ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫,৪২৪,৫৯৮ জন এবং মৃত্যু হয়েছে ১৯,৬৭৯ জনের।

