আগরতলা, ১১ এপ্রিল : সৌভাগ্য যোজনা প্রকল্পের অন্তর্গত বিদ্যুত নিগমের আওতায় কাজ করেছিলেন বেশ কয়েকজন ঠিকেদার। কিন্তু দীর্ঘ প্রায় চার বছর অতিক্রান্ত হলেও তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে না নিগম। সোমবার বনমালীপুরস্থিত বিদ্যুৎ নিগমের কার্যালয়ে উপস্থিত হয়ে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানাতে থাকেন ঠিকাদারেরা। তাদের বক্তব্য, বেশ কিছুদিন আগে ওই প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিক দেবাশিস সরকার কাগজে লিখিত দিয়েছিলেন কয়েক দিনের মধ্যেই ঠিকেদারদের সমস্ত পাওনা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এখনো সেই আশ্বাস পূরণ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ঘেরাও করে টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।
এদিকে, বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, দীর্ঘ চার বছর ওই সমস্যা চলছে। ওই প্রকল্পে বেশকিছু সমস্যা রয়েছে। সেগুলি মিটে গেলেই ঠিকেদারদের পাওনা টাকা মিটিয়ে দেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, বিষয়টির দিকে নজর দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে, আগামী ৭ দিনের মধ্যে তাদের বকেয়া অর্থ মিটিয়ে না দিলে সারা রাজ্যের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ ঠিকাদারেরা।

