Aaditya Thackeray: মনোযোগ দেওয়া উচিত পড়াশোনায়, জেএনইউ-র ঘটনায় উদ্বিগ্ন আদিত্য ঠাকরে

মুম্বই, ১১ এপ্রিল (হি.স.): দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হিংসাত্মক ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী ও শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে বলেছেন, ছাত্র-ছাত্রীদের মনোযোগ দেওয়া উচিত পড়াশোনায়। তিনি বলেছেন, জেএনইউ-তে যা হয়েছে তা মোটেও কাম্য নয়।

রবিবার রামনবমীর দিন আমিষ খাওয়া ঘিরে তোলপাড় হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। রবিবার ক্যাম্পাসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয় এই নিয়ে। এই ঘটনায় সোমবার আদিত্য ঠাকরে-কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “মনোযোগ দেওয়া উচিত পড়াশোনায়। জেএনইউ-তে যা হয়েছে তা মোটেও কাম্য নয়। লিঙ্গ সমতা ও ওরাল হাইজিন ইস্যুতে কথা বলা উচিত। প্রসঙ্গত, এদিন মুম্বইয়ে মিশন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের উদ্বোধনে যোগ দিয়েছিলেন আদিত্য ঠাকরে। সেখানেই তিনি একথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *