নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হলেন স্ত্রী৷ আহতের নাম মৌমিতা চক্রবর্তী৷ ঘটনা রবিবার সকাল সাড়ে নয়টা নাগাদ বিশালগড় থানা এলাকার ভূঁইয়ার মাথা এলাকায়৷
জানা যায় আগরতলা থেকে বাইকে করে স্বামী-স্ত্রী বিশালগড়ের মুড়া বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ভূঁইয়ার মাথা এলাকায় পৌঁছলে বাইক থেকে ছিটকে পড়ে যান স্ত্রী মৌমিতা চক্রবর্তী৷ স্থানীয় জনগণঘটনা প্রত্যক্ষ করে আহত মৌমিতা চক্রবর্তীকে উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যান৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আহত মৌমিতা চক্রবর্তীকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জানা গেছে বাইক থেকে ছিটকে পড়ে মৌমিতা চক্রবর্তীর মাথায় বেশ আঘাত লেগেছে৷