নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : রবিবার রাম নবমী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন দুপুর ১ টায় গুজরাটের জুনাগড়ের গাথিলায় উমিয়া মাতা মন্দিরের ১৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে ভাষণ দেবেন।
তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৮ সালে তিনি মন্দিরটি উদ্বোধন করেছিলেন। তাঁর পরামর্শের ভিত্তিতে মন্দির ট্রাস্ট অর্থনৈতিকভাবে দুর্বল রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশন এবং আয়ুর্বেদিক ওষুধের জন্য বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য-সম্পর্কিত বিভিন্ন সেবামূলক কাজ করছে। উমিয়া মাকে কাদভা পতিদারদের বংশ-দেবতা বা ‘কুলদেবী’ হিসাবে বিবেচনা করা হয়।
এরআগে এদিন তিনি রাম নবমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন টুইটারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দেশের মানুষকে রাম নবমীর শুভেচ্ছা। ভগবান শ্রী রামের কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। জয় শ্রী রাম!”