কলকাতা,১০ এপ্রিল (হি. স.): গত কয়েকদিন ধরেই তীব্র রোদের তাপে গা পুড়ছে শহরবাসীর। রবিবার সকাল থেকেও রোদের তাপে নাজেহাল সকলে। তবে, এখনই বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। রবিবার এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুধু কলকাতা নয় তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষও । কবে যে বৃষ্টি হবে, তার দিন গুনছে সকলে । এখনই দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনও পূর্বাভাস নেই । যদিও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী তিন দিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে । পাশাপাশি কলকাতাতেও নেই বৃষ্টির সম্ভাবনা । এদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম । অপরদিকে এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ৷