নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি. স.) : রাম নবমীর শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার তিনি টুইটারে লিখেছেন, “সকল দেশবাসীকে রাম নবমীর শুভেচ্ছা। মর্যাদাসম্পন্ন পুরুষোত্তম শ্রী রামের জীবন, তাঁর বিবেক এবং উচ্চ আদর্শ সমগ্র মানবতার জন্য নির্দেশনা ও অনুপ্রেরণার উৎস। আসুন আমরা সবাই আমাদের জীবনে ভগবান রামের আদর্শকে ধারণ করে জাতি গঠনে অবদান রাখার অঙ্গীকার করি।“
প্রসঙ্গত, রবিবার চৈত্র নবরাত্রির নবমীর দিন রামনবমীর পুণ্যতিথি উপলক্ষে গোটা দেশ জুড়ে চলছে আনন্দ উৎসব। মহাকাব্য রামায়ণ অনুযায়ী, বর্তমান উত্তরপ্রদেশের এই অযোধ্যা নগরীতেই এই বিশেষ দিনে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম, তাই এই দিনটিকে খুবই শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন সকলে। প্রশাসনিক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে রাম জন্মভূমি অযোধ্যা প্রায় ৩০ লাখেরও বেশি ভক্তে পরিপূর্ণ হয়েছে। মূলত করোনা কাটিয়ে দুই বছর পর আবার এত জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হল রাম নবমী।