ঝালদা, ১০ এপ্রিল (হি.স.) : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে তদন্তে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে সিবিআই। সেই লক্ষ্যে রবিবার সকালেই আদালতে আসেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার ও আইনজীবী। প্রথমেই তাঁরা সদর কোর্টের জিআরও অফিসে চলে আসেন। সেখানে তাঁরা ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জমা করেন। বিচারক এজলাসে উঠলেই সিবিআইয়ের আইনজীবী ধৃতদের হেফাজতে নেওয়ার সওয়াল করবেন।
অন্যদিকে, এই খুনের ঘটনার আগে ঝালদা থানার তৎকালীন আইসি সঞ্জীব ঘোষের তিনটি ফোন কল ডিটেলস নেয় সিবিআই। সেই সঙ্গে পুলিসের টহলদারি ভ্যানে থাকা মহিলা সাব-ইন্সপেক্টর অনিমা অধিকারী, কর্তব্যরত ২ কনস্টেবল, স্পেশাল হোমগার্ড, এনভিএফ ও গাড়ির চালক তথা সিভিক ভলান্টিয়ার নরেনচন্দ্র গড়াইয়ের কল ডিটেলস নেওয়া হয়েছে। আইসির সঙ্গে তাঁদের কল ডিটেলস মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ঝালদা শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারকে বেসক্যাম্পে ডেকে পাঠানো হয়েছিল ব্যাঙ্কের বেশ কিছু লেনদেনের তথ্য সম্পর্কে জানতে চাওয়ার বিষয়ে।
হিন্দুস্থান সমাচার / সঞ্জয়