হাফলং (অসম), ১০ এপ্রিল (হি.স.) : পাহাড়ের মাটি-চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে জনৈক শ্রমিকের। ঘটনাটি সংঘটিত হয়েছে ডিমা হাসাও জেলা সদ হাফলং শহরের অবস্থিত বিশ্বহিন্দু পরিষদের ছাত্রাবাস সংলগ্ন একটি নির্মাণস্থলে। নিহত শ্ৰমিককে করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুরের বাসিন্দা বছর ৪৫-এর জনৈক আলাউদ্দিন বলে শনাক্ত করা হয়েছে।
গত চার-পাঁচদিন থেকে বিশ্বহিন্দু পরিষদের কার্যালয় সংলগ্ন কবরস্থানের নীচে একটি নির্মাণ কাজ চলছে। আজ রবিবার পাহাড়ের নীচে গর্ত খোঁড়ার কাজে নিয়োজিত ছিলেন তিন শ্রমিক। বেলা প্রায় দেড়টা নাগাদ পাহাড় ধসে মাটি চাপা পড়ে যান আলাউদ্দিন। সুরক্ষিত দুই শ্রমিক জানান, উপর থেকে মাটি ধসে পড়ছে দেখে তৎক্ষণাৎ তাঁরা সরে যান। কিন্তু গর্ত থেকে উঠতে পারেননি আলাউদ্দিন। মাটির নীচেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।।
ঘটনার পর আলাউদ্দিনের অপর দুই সঙ্গী চিৎকার করতে থাকেন। তাঁদের চিৎকারে আশপাশ এলাকার মানুষ জড়ো হয়ে মাটি খুঁড়ে আলাউদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যান ডিমা হাসাওয়ের জেলাশাসক নাজরিন আহমেদ, হাফলং সদর থানার ওসি রঞ্জিত শইকিয়া, টিএসআই লক্ষ্মীন্দর শইকিয়া সহ পুলিশের দল।
ওসি জানিয়েছেন, পাহাড়ের পাদদেশে অবৈধভাবে মাটি খোঁড়ার কাজ চলছিল। দুর্ভাগ্যজনক ঘটনা সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। তিনি জানান, নিহত শ্রমিক আলাউদ্দিনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।