সোনাপুর, ১০ এপ্রিল (হি. স.) : আলিপুরদুয়ারের চিলাপাতা এলাকায় ট্র্যাক্টর উল্টে মৃত্যু হল ৯টি মোষের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হাসিমারা থেকে মোষ বোঝাই ওই ট্র্যাক্টরটি সোনাপুরের দিকে যাচ্ছিল। চিলাপাতায বন দপ্তরের চেকপোস্টের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটি উলটে যায়। চালকের অসাবধানতার জন্যই ট্র্যাক্টরটি উলটে যায় বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান। ঘটনায় গাড়িতে থাকা চালক সহ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। গাড়িতে প্রায় ৪০টি মোষ ছিল। পুলিশ এবং স্থানীয়রা মিলে মোষগুলি উদ্ধারের কাজ করছে।