নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় নেশাখোর ও নেশাখোরদের দৌরাত্ম্য ক্রমশ বেড়ে চলেছে৷ নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে ছাত্র যুব সমাজ৷ রাধানগর এলাকায় এক সুকলপড়ুয়া কিশোরকে নেশা সামগ্রীসহ আটক করেছেন স্থানীয় জনগণ৷ জানাযায় সন্দেহজনকভাবে ওই কিশোরকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বেশকিছু ব্রাউন সুগার এর কৌটা মিলেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ফোন করলেই নেশা সামগ্রী নাকি তার কাছে নেশা কাবারিয়া পৌঁছে দেয়৷ সে নিজেও নেশা করে বলে জানায়৷ আটক কিশোরের বাড়ি আড়ালিয়া এলাকায়৷ সে বয়েজ সুকলের ছাত্র বলে জানিয়েছে৷ আটক কিশোরকে আটক করে স্থানীয় জনগণ রামনগর আউটপোস্ট এর পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ওই কিশোরকে উদ্ধার করে আউট হোস্টেল নিয়ে যায়৷ সুকল পড়ুয়া ছাত্র নেশায় আচ্ছন্ন হয়ে পড়ার সংবাদ ছড়িয়ে পড়তেই রাধানগর সহ পার্শবর্তী এলাকাগুলিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে আগরতলা শহর এলাকার সুকলছাত্ররা ও ভয়ঙ্কর নেশার কবলে হাবুডুবু খাচ্ছে৷ সরকার প্রশাসন এবং সচেতন নাগরিকরা নেশার বরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দেওয়া রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ নেশা কারবারি এবং নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এসব ক্ষেত্রে পুলিশকে আরো কঠোর মনোভাব গ্রহণ করার জন্য জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷
2022-04-09