নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): দেশের উন্নয়নে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে জল জীবন মিশন। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিন বছরেরও কম সময়ের মধ্যেই দেশের কোটি কোটি বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষা ও অংশগ্রহণের একটি শ্রেষ্ঠ উদাহরণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, ‘জল জীবন মিশন’ দেশের উন্নয়নে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। তিন বছরের কম সময়ের মধ্যে কোটি কোটি বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। যা জনগণের আকাঙ্ক্ষা ও অংশগ্রহণের এক শ্রেষ্ঠ উদাহরণ বলে জানান প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ লক্ষেরও বেশি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের সুবিধা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। ‘জল জীবন মিশন’ প্রকল্প শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯ কোটি ৪০ লক্ষের বেশি বাড়িতে নল বাহিত সংযোগ দেওয়া হয়েছে।