J P Nadda: যা বলে তা করেও দেখায়, এই ক্ষমতা শুধুমাত্র বিজেপিরই রয়েছে : নাড্ডা

জগৎ প্রকাশ নাড্ডা। রোড শো শেষে বক্তব্য রাখার সময় নাড্ডা বলেছেন, “ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা নিজেদের রিপোর্ট কার্ড জনগণের সামনে রাখি। যা বলা হয়েছিল, তা করা হয়েছে। যা বলব, তাই করব। এই ক্ষমতা শুধুমাত্র বিজেপিরই রয়েছে।” উত্তর প্রদেশ, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে বিজেপির জয়ের প্রসঙ্গ উত্থাপন করে নাড্ডা এদিন বলেছেন, “এবার হিমাচল প্রদেশ ও গুজরাটের পালা। সেই লক্ষ্যে এখন থেকে এগিয়ে যেতে হবে আমাদের।”

হিমাচল প্রদেশের জয়রাম ঠাকুর সরকারের প্রশংসা করেছেন নাড্ডা। তুলে ধরেছেন জয়রাম ঠাকুর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ। নাড্ডা বলেছেন, “বিগত ৫ বছরে, হিমাচল প্রদেশ কৃষি সেক্টরে ভ্যালু এডিশন কেন্দ্র হিসাবে উন্নীত হয়েছে। মাল্টি ন্যাশনাল কোম্পানি দ্বারা প্রায় ৯টি ফুড পার্ক স্থাপন করা হয়েছে।” কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে নাড্ডা বলেছেন, “এখানে দীর্ঘদিন কংগ্রেস শাসন করেছে, এরপর বিজেপি সুযোগ পেয়েছে। আমি একটা কথা বলতে পারি, কংগ্রেস যখনই এসেছে, হিমাচলের অধিকার কেড়ে নিয়েছে। কিন্তু বিজেপি যখন এসেছে, হিমাচলকে প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিয়েছে।”

নাড্ডা এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে, জয়রাম ঠাকুর সরকার ৫ বছরে হিমাচলে ৬,৩৮৪ কিলোমিটার পাকা রাস্তা তৈরি করেছে। বর্তমানে আইআইএম-এর মতো একটি প্রতিষ্ঠান পেয়েছে হিমাচল প্রদেশ।….নাহনে মেডিকেল কলেজ খোলা হয়েছে, এ জন্য ৩৫৫ কোটি টাকা খরচ হয়েছে। হামিরপুরেও ৩৫৫ কোটি টাকায় মেডিকেল কলেজ খোলা হয়েছে, একইভাবে চম্বাতেও মেডিকেল কলেজ খোলা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *