Protest : ত্রিপুরা : শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ, যাত্রী দুর্ভোগ

বিলোনিয়া (ত্রিপুরা), ৮ এপ্রিল (হি. স.) : শিক্ষক বদলির প্রতিবাদে আবারও ত্রিপুরায় ছাত্র বিক্ষোভ আছড়ে পড়ল রাস্তায়। ছাত্রদের অবরোধের ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের।

দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার পিপারিয়াখোলা এলাকায় শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ করল কালী কুমার পাড়া স্কুলের ছাত্র ছাত্রীরা। অবরোধের ফলে বনপাথর থেকে তুলামুড়া যাওয়ার রাস্তাটি পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ায় যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করেছিল।

জানা গেছে, কালী কুমার পাড়া স্কুলের শিক্ষক স্বল্পতা দীর্ঘদিন ধরেই চলছে। এই শিক্ষক স্বল্পতার মধ্যে নতুন শিক্ষক নিযুক্ত না করে স্কুল থেকে অপর এক শিক্ষককে বদলির নির্দেশ দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়তেই কালী কুমার পাড়া স্কুলের ছাত্রছাত্রীরা ক্ষুব্দ হয়ে ওঠে। শিক্ষক বদলির প্রতিবাদে এবং স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক ও স্কুল পরিকাঠামো উন্নয়নের দাবিতে শুক্রবার বড়পাথর-তুলামুড়া রাস্তা অবরোধ করে ছাত্র ছাত্রীরা।

এদিকে, অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। অবরোধকারী ছাত্রছাত্রীদের সঙ্গে তারা আলোচনায় সামিল হন। প্রশাসনের তরফ থেকে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিশ্রুতি দেওয়া হয় শিক্ষক বদলির আদেশ প্রত্যাহার করে নেওয়া হবে এবং নতুন করে শিক্ষক নিয়োগসহ অন্যান্য পরিকাঠামো উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে ছাত্রছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করে নেয়।তবে, শিক্ষাদপ্তর যদি শিক্ষক বদলির আদেশ প্রত্যাহার করে না নেয় এবং নতুন শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ না করে তাহলে ছাত্র-ছাত্রীরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। স্থানীয় অভিভাবকরা জানিয়েছেন, কালি কুমার পাড়া স্কুলে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকট চলছে। স্থানীয় অভিভাবকদের তরফ থেকে স্থানীয় নেতৃবৃন্দ এবং শিক্ষা দপ্তরের কাছে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। উপরন্তু একজন শিক্ষককে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। শিক্ষকদের প্রতিবাদ এই ছাত্রছাত্রীরা আন্দোলনের শামিল হয়েছে বলে তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *