পূর্ব ইউক্রেনের ট্রেন স্টেশনে রকেট হামলা, মৃত্যু কমপক্ষে ৩৫ জনের

কিয়েভ, ৮ এপ্রিল (হি. স.) : পূর্ব ইউক্রেনের ট্রেন স্টেশনে রকেট হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ৩৫ জন। শুক্রবার পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের ট্রেন স্টেশনে রকেট হামলা চালানো হয়, এই রকেট হামলায় কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা শতাধিক। সাধারণ নাগরিকদের উদ্ধারের জন্য ও নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য ট্রেন স্টেশনটি ব্যবহার করা হচ্ছিল, শুক্রবার সেখানেই রেকট হামলা চালানো হয়।

ইউক্রেন রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রামতোর্স্ক শহরের ট্রেন স্টেশনে দু’টি রকেট হামলা চালানো হয়েছে। রাশিয়ার রকেটে তছনছ হয়ে গিয়েছে স্টেশনটি। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৫ জন ও আহতের সংখ্যা শতাধিক। এই রকেট হামলা প্রসঙ্গে রাশিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়া অবশ্য বরাবরই দাবি করে আসছে, সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে না তাঁদের সেনাবাহিনী।