Mumbai Attack : মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ৩১ বছরের জেল

ইসলামাবাদ, ৮ এপ্রিল (হি.স.) : সন্ত্রাসমূলক কাজে আর্থিক সহায়তা প্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন হাফিজ সইদ। লস্কর-এ-তইবা প্রধানের ৩১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত। শুক্রবার জানা গিয়েছে, লাহোরের একটি আদালত লস্কর প্রধানকে ৩ লক্ষ ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে। সেই সঙ্গে হাফিজ সইদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছে আদালত।

২০০৮ সালের মুম্বই হামলার মাস্টারমাইন্ড ছিলেন হাফিজ সইদ। পাকিস্তানে বসেই তিনি মুম্বইতে ভয়ানক হামলার ছক কষেন। ১৪ বছর আগে সেই হামলায় প্রাণ হারান ১৬০ জন। ৭০ বছরের লস্কর প্রধান বর্তমানে লাহোরের কোত লখপত জেলে বন্দি। জঙ্গিদের আর্থিক মদত সংক্রান্ত আরও পাঁচটি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। ৩৬ বছরের কারাদণ্ড হয় তাঁর। এবার ৩১ বছরের সাজা পেলেন তিনি। সব মিলিয়ে হাফিজ সইদের সাজা বেড়ে হল ৬৮ বছর। প্রসঙ্গত, মুম্বই হামলার পরই হাফিজ সইদকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। লস্কর প্রধানের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করে আমেরিকা। আন্তর্জাতিক চাপে ২০১৯ সালে শেষমেশ হাফিজ সইদকে গ্রেফতার করে পাক সরকার। পরের বছর হাফিজের দুই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *