কলকাতা, ৮ এপ্রিল (হি.স.): পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শাক-সব্জি, ফল থেকে মাছ-মাংসর দাম। বাজারে গিয়ে ছ্যাঁকা খাওয়ার জোগাড় মধ্যবিত্তের। দিশাহারা অবস্থা, বাজেটে কাটছাঁট করেও দুশ্চিন্তা দূর হচ্ছে না মানুষের। শুক্রবার গড়িয়াহাট বাজারে সব্জির বেলাগাম দামে মাথায় হাত ক্রেতাদের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানিয়ে দেন এবার থেকে আলু ২২ টাকা নয় ১৮ টাকা করে দিতে হবে। অপরদিকে পাকা পেঁপে-বর্তমানে ৪৮ টাকা কেজি দরে বিক্রি হলেও সেটা ৪৫ টাকা করে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
কিন্তু তবুও শুক্রবার শহরের বাজারে কমেনি সব্জি ও ফলের দাম। কোথাও আলু বিক্রি হয়েছে কেজি প্রতি ২৪ টাকা থেকে ২৫ টাকা। অপরদিকে দাম বেড়েছে ফলেরও। সব্জি ফলের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। এদিকে, লাগামছাড়া দামে রাশ টানতে শুক্রবার হাতিবাগানের বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালাল। ক্রেতাদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ক্রমাগত লাগামছাড়া দাম নেওয়া হচ্ছে আলু, পটল-সহ বিভিন্ন সব্জি ও ফলের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই হাতিবাগানের বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।