Arrested: গাজোল থেকে উদ্ধার ১৯টি কচ্ছপ, ধৃত ব্যবসায়ী

কলকাতা, ৮ এপ্রিল (হি.স.) : মালদহের গাজোলের নয়া পাড়া থেকে উদ্ধার হল ৫টি বড় মাপের কচ্ছপ এবং ১৪টি ছোট কচ্ছপ। জেলা বন দফতরের হাতে পাকরাও ব্যবসায়ী। সূত্র মারফত জানা গিয়েছে, এর আগেও ওই ব্যক্তিকে বেআইনিভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

ডিএফও সিদ্ধার্থ বি জানান, ধৃত ওই ব্যক্তির নাম বিপুল বিশ্বাস। পেশায় কচ্ছপের মাংস বিক্রেতা। ওই ব্যক্তির কাছে কচ্ছপ আছে, খবর পেয়ে শুক্রবার গাজোলের নয়া পাড়া এলাকায় হানা দেয় বন দফতরের কর্মীরা। এর পর ক্রেতা সেজে ওই বাড়িতে যান বন দফতরের রেঞ্জ অফিসার সুদর্শন সরকার সহ বনকর্মীরা। হাতেনাতে ধরা হয় বিপুল বিশ্বাসকে।
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ওই ব্যক্তিকে আটক করার পাশাপাশি উদ্ধার করা হয় পাঁচটি বড় ১২ থেকে ১৫ কেজি ওজনের কচ্ছপ। ১৪ টি ছোট ১ থেকে ২ কেজি ওজনের কচ্ছপ। উদ্ধার হওয়াকচ্ছপ গুলিহল গ্যঞ্জেটিক সফট শেল টার্টল প্রজাতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *