আগরতলা, ৭ এপ্রিল (হি. স) : চিকিত্সকদেরও সুস্থ থাকা জরুরি। তবেই, রোগীর চিকিত্সা সম্ভব হবে। ফিট ডক্টর, ফিট শহর, ফিট ভারত থিমকে সামনে রেখে আজ আগরতলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনের রেলি অনুষ্ঠিত হয়েছে। মূলত, শহরবাসীকে সচেতন করার লক্ষ্যেই এই রেলির আয়োজন করা হয়েছে বলে জানান বিধায়ক ডা: দিলীপ দাস।
এদিন তিনি বলেন, ১৯৪৮ সালে ওয়ার্ল্ড হেল্থ কাউন্সিল এই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত দিয়েছিল। ১৯৫০ সাল থেকে ৭ এপ্রিল ওই দিবস উদযাপিত হচ্ছে। তিনি বলেন, প্রত্যেক বছর নতুন থিমের উপর ভিত্তি করে দিবসটি উদযাপিত হচ্ছে। এবছর ফিট ডক্টর, ফিরত শহর, ফিট ভারত থিম নেওয়া হয়েছে।
তাঁর কথায়, চিকিত্সকদেরও সুস্থ থাকতে হবে। তবেই তাঁরা রোগীর চিকিত্সা করতে পারবেন। মূলত, এই শহর মানুষের বাসযোগ্য করে তলার জন্য এক প্রয়াস মাত্র। তাঁর বক্তব্য, স্বাস্থ্যই সম্পদ আমরা সকলেই জানি। কিন্ত, অসচেতনতার জন্য অনেকেই অসুস্থ হচ্ছেন। বিশেষ করে শহরে দূষণের মাত্রা অতিরিক্ত, তাই শহরবাসীকে সচেতন করে তোলার অধিক প্রয়োজন দেখা দিয়েছে।