BRAKING NEWS

Sheikh Hasina : মূল্যবৃদ্ধির আঁচ ঢাকার সংসদেও, মিষ্টি কুমড়াে দিয়ে বেগুনি বানানোর নিদান হাসিনার

ঢাকা, ৭ এপ্রিল (হি.স.) : মূল্যবৃদ্ধির আঁচে পুড়ছে বাংলাদেশও। প্রতিক্রিয়া পড়ল ঢাকার সংসদেও।


বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য রাখছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বক্তব্যে তিনি শিকার করে নিয়েছেন বেগুনের মূল্যবৃদ্ধি। বাংলাদেশে প্রতি কিলো বেগুনের দাম ছিল ১১০ টাকা। সেটা কমে এখন ৮০ টাকা। তাও এক কিলো বেগুন ৮০ টাকা। সমস্যা হয়েছে অন্য জায়গায়। বর্তমানে চলছে রোজা। তাই, বিকেলে ইফতারের সময় বেগুনি না খেলেই নয়। কিন্তু ৮০ টাকা দিয়ে এক কিলো বেগুন কিনতে কম-বেশি সকলের গায়ে লাগে। তাই, সকলের স্বার্থের প্রধানমন্ত্রী হাসিনা বলেন, বেগুন দিয়ে বেগুনি না খেয়ে কুমড়ো দিয়ে বেগুনি খাওয়া যেতে পারে।


হাসিনা বলেন, করোনার জন্য বিশ্বে প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে। তার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। এদিকে আবার আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে। ফলে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগামীদিনে আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন মধ্যবিত্ত মানুষ।তাদের আশ্বস্ত করে হাসিনা বলেন, সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা চলছে। মোটা চালের দাম তেমন বাড়েনি। তবে মাঝারি চাল ও চিকন চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ যাতে সহজলভ্যে চাল-চিনি-সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে, তার জন্য পদক্ষেপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *