নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ এপ্রিল৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার থানা এলাকার বগাফা বাজার থেকে দুই চোরকে আটক করেছে পুলিশ৷ আটক দুই চোরের নাম সুমন মিত্র ও ঝুলন মালাকার৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে শান্তির বাজার থানার পুলিশ৷ তাদের কাছ থেকে বেশকিছু চুরির মালপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্র জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশি তৎপরতা শুরু করেছে৷
এলাকাবাসী অভিযোগ করেছেন বেশ কিছুদিন ধরেই শান্তির বাজার থানা এলাকার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে চুরির মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ প্রতিরতেই কোন না কোন স্থানে চুরির ঘটনা ঘটে চলেছে৷ তাতে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত৷ চোরের দৌরাত্ম্য থেকে রেহাই পাওয়ার জন্য পুলিশের তৎপরতা বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷