Accident : বিকানিরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত, দুজন আহত

জয়পুর, ৬ এপ্রিল (হি.স.) : বুধবার সকালে বিকানির জেলার লুঙ্কারনসার থানা এলাকায় একটি ট্রাক ও ক্যাম্পারের মধ্যে সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে জাতীয় সড়ক ৬২-র চৌধুরী পেট্রোল পাম্পের সামনে। মৃতদের মধ্যে তিনজন শ্রীগঙ্গানগরের বাসিন্দা এবং দুজন বিকানের জেলার বাসিন্দা।

স্থানীয় পুলিশ মতে, সুরতগড় থেকে বিকানিরের দিকে আসা ক্যাম্পারটি জাতীয় সড়ক ৬২-র লুঙ্করানসার চৌধুরী পেট্রোল পাম্পের সামনে গুজরাট থেকে অমৃতসরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় ক্যাম্পার আরোহী রাজুরাম (২৩), রামসিংহ (২৫), চন্দ্রভান (২৩), পূজা (২৪) এবং উমাদেবী (৪০) মারা যান। এসময় ট্রাকের আরও দুই আরোহী আহত হয়। রাজু রাম বিকানেরের সারুন্দা পাঁচু এবং বিকানের জেলার নোখার উমাদেবীর বাসিন্দা ছিলেন। অন্যদিকে, চন্দ্রভান বাউরি এবং পূজা নায়ক ছিলেন শ্রীগঙ্গানগরের ঘুমডমালির বাসিন্দা এবং রাম সিং শ্রীগঙ্গানগরের রাওয়ালমান্ডির বাসিন্দা। পুলিশ আহতদের লুঙ্কারনসার হাসপাতালে ভর্তি করেছে। আর নিহতদের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে ময়নাতদন্ত করা হবে। পুলিশ এই দুর্ঘটনার একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।