নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বিজেপির ৪২তম প্রতিষ্ঠা দিবস সারাদশের সাথে আজ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে৷ এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় বিজেপির রাজ্য সদর কার্যালয়ে৷
এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিক সূচনা হয়৷প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ এদিন প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ী হাত ধরে আজকের দিনে বিজেপির পথ চলা শুরু হয়েছিল৷
আজকের দিনটি দলের নেতা-কর্মী সমর্থক সহ দেশবাসীর কাছে খুবই তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন৷ এছাড়া রাজ্যের অন্যান্য স্থান থেকে বিজেপি প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে৷ এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে নানা সামাজিক কর্মসূচি পালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে৷