নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): কোভিড-টিকাকরণ অভিযানের আওতায় নতুন মাইলফলকের দোরগোড়ায় পৌঁছে গেল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৬ লক্ষ ১৭ হাজার ৬৬৮ জন প্রাপক। ফলে ভারতে ১৮৪.৮৭-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,৮৪,৮৭,৩৩,০৮১ জনকে টিকা দেওয়া হয়েছে।
দেশ যখন সুস্থতার দিকে এগিয়ে চলেছে, তখন কোভিড টেস্ট নিরন্তর কমছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ এপ্রিল সারা দিনে ভারতে ৪,৬৬,৩৩২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৯,১৫,৪৬,০৩৮-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৬৬,৩৩২ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন।