Governor : ত্রিপুরার রাজ্যপাল অসুস্থ, উন্নত চিকিত্সার জন্য বহি:রাজ্যে স্থানান্তর, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল (হি. স) : ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সন্ধ্যায় তাঁকে উন্নত চিকিত্সার জন্য কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এদিন দিল্লি থেকে আগরতলায় ফিরেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সোমবার সন্ধ্যায় বার্ধ্যক্যজনিত রোগের কারণে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্যকে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর বয়স বর্তমানে ৮২ বছর। গতকাল থেকে তিনি চিকিত্সকদের তত্বাবধানে রয়েছেন। কিন্ত, উন্নত চিকিত্সার জন্য তাঁকে বহি:রাজ্যে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সে মোতাবেক আজ সন্ধ্যায় এয়ার এম্বুলেন্সে তাঁকে কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে চিকিত্সার জন্য নেওয়া হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দিল্লি থেকে আগরতলায় ফিরেই সোজা চলে যান হাসপাতালে। রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তিনি। এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে গিয়ে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যপালের চিকিত্সার সমস্ত ব্যবস্থা করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।