আগরতলা, ৫ এপ্রিল (হি. স.) : পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য রাশিয়া-ইউক্রেনের যুদ্ধকে দায়ী করলেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী প্রণজিত সিংহ রায়। তাঁর কথায়, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে ভারত সরকার। নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে ভাববে ত্রিপুরা সরকার, বলেন তিনি।
আজ আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে সংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী বলেন, পেট্রোল-ডিজেলের লাগাতর মূল্যবৃদ্ধিতে তৈরী সমস্যা সম্পর্কে অস্বীকার করার সুযোগ নেই। মূলত, রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণেই আমাদের মূল্যবৃদ্ধির স্বীকার হতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তাঁর দাবি, ওই যুদ্ধের প্রভাব গোটা বিশ্ব অনুভব করছে। স্বাভাবিকভাবে ওই প্রভাব থেকে আমাদের বাদ যাওয়া সম্ভব নয়।
তিনি বলেন, পেট্রোল-ডিজেলের অনেক আগেই দাম বাড়ার কথা ছিল। কিন্ত প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে মূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কিন্ত, পরিস্থিতি নিয়ন্ত্র্রনের বাইরে চলে যাওয়ায় মুল্যবৃদ্ধিকে আটকানো যাচ্ছে না। তাঁর বক্তব্য, সারা দেশ এখন ওই মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তায় রয়েছে। ওই সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ খোজা হচ্ছে। তাতে তাঁর ধারণা, কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।এদিন তিনি বলেন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে মোটর শ্রমিক ভীষণ আর্থিক লোকসান হচ্ছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তাই, শীঘ্রই মূল্য নিয়ন্ত্রণে না আসলে পরিবহন ভাড়া নিয়েও ত্রিপুরা সরকার ভাববে। সকলের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।