নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): চন্ডীগড় ইস্যুতে পঞ্জাবের প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিলেন কংগ্রেস নেতা ও রাজ্যসভার সাংসদ দীপেন্দর হুডা। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তীব্র আক্রমণ শানিয়ে দীপেন্দর হুডা বলেছেন, চন্ডীগড় ইস্যুতে পঞ্জাব যে প্রস্তাব এনেছে তা অসাংবিধানিক। দীপেন্দর হুডা আরও বলেছেন, “চণ্ডীগড়ের বিষয়ে পঞ্জাবের প্রস্তাব সেই আইনের লঙ্ঘন করে সে আইনের অধীনে ১৯৬৬ সালে পঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ গঠিত হয়েছিল।”
পঞ্জাব সরকারের বিরুদ্ধে তোপ দেগে হুডা বলেছেন, রাজ্যের অধিকার কেউ যাতে হরণ করতে না পারে সেই অঙ্গীকার করবে হরিয়ানা। তিনটি বিষয় দীর্ঘমেয়াদে ঝুলে রয়েছে, প্রথমত সুতলেজ-যমুনা সংযোগ খাল থেকে জল, দ্বিতীয়ত চণ্ডীগড় রাজ্যের বিষয় এবং সর্বশেষে পঞ্জাবের হিন্দি-ভাষী অঞ্চল, যাকে আমরা হরিয়ানাভি বলে দাবি করেছি।”