আগ্রা, ৩ এপ্রিল (হি.স.) : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় রবিবার সপরিবারে তাজমহল পরিদর্শন করলেন। তাজমহলে দ্রাবিড়কে দেখে তাঁর ভক্তরাও তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেন, কিন্তু কড়া নিরাপত্তার কারণে তা সম্ভব হয়নি। এর আগে তিনি শনিবার ফতেপুর সিক্রি পরিদর্শন করেছিলেন।
এদিন সকালে পরিবারের সঙ্গে তাজমহল দেখতে আগ্রায় পৌঁছেছেন রাহুল দ্রাবিড়। এখানে এসেছেন স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে। তিনি তাজমহল পরিদর্শন করেন এবং গাইডের কাছ থেকে তাজমহল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যও নেন। তাজমহলের আগে, দ্রাবিড় শনিবার তার পরিবারের সঙ্গে ফতেপুর সিক্রিতে গিয়েছিলেন। এখানে তিনি দিওয়ান-ই-আম, দিওয়ান-ই-খাস, পঞ্চমহল, বীরবল প্রাসাদ, আস্তাবল, যোধাবাই প্রাসাদ, বুলন্দ দরওয়াজার দেদারসহ সুফি সাধক শেখ সেলিম চিশতির দরগায় দর্শন করেন।