আরামবাগ, ২ এপ্রিল (হি. স.) : হুগলির আরামবাগ বর্ধমান রোডে কীর্তিচন্দ্রপুরের দুটি লরির মুখোমখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়়াল এলাকায়। । ঘটনাটি ঘটে শনিবার সাতসকালে ।
জানা গেছে, এদিন সকালে বালি ও ইট বোঝাই দুটি লরির মুখোমখি সংঘর্ষ হয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে দুর্ঘটনার ফলে সাময়িকভাবে আরামবাগ বর্ধমান রোডে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।