আগরতলা, ২ এপ্রিল (হি. স.) : চুপিসারে সিএনজি ও পিএনজি-র দাম বেড়েই চলেছে। আজ থেকে নয়া মূল্য কার্যকর হবে। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড (টিএনজিসিএল) সিএনজি-তে পশ্চিম ত্রিপুরার জন্য কেজিতে ৮ টাকা এবং ত্রিপুরার অন্য জেলার জন্য ৯ টাকা বৃদ্ধি করেছে। তেমনি গৃহস্থে ব্যবহারের জন্য প্রতি ইউনিটে সাড়ে পাঁচ টাকা বৃদ্ধি করেছে। মূল্যবৃদ্ধির বাজারে পাইপ লাইনে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের পাশাপাশি গরীব অংশের মানুষের কাঁধে অতিরিক্ত বোঁঝা চাপবে।
রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্যবৃদ্ধিতে দেশ জুড়ে প্রতিবাদে তোলপাড় অবস্থা। কিন্ত, ত্রিপুরায় টিএনজিসিএল চুপিসারে পাইপ লাইনে গ্যাসের দাম বাড়িয়ে চলেছে, সেদিকে কারোর নজর নেই। প্রাকৃতিক গ্যাস সরবরাহকরি সংস্থা এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত গ্যাসের নয়া মূল্যের তালিকা প্রকাশ করেছে। তাতে, পূর্বের মূল্যের তুলনায় প্রতি ক্ষেত্রে দাম বেড়েছে।
সংস্থার ঘোষিত মূল্য অনুযায়ী সিএনজি পশ্চিম ত্রিপুরার জন্য ধার্য্য ছিল প্রতি কেজিতে ৬০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ৬৮ টাকা। সিএনজি অন্য সব জেলার জন্য মূল্য ধার্য্য ছিল ৬৩ টাকা, বেড়ে হয়েছে ৭২ টাকা। তেমনি গৃহস্থে ব্যবহারের জন্য পিএনজি প্রতি ইউনিটে মূল্য ধার্য্য ছিল ২৮ টাকা, যা বেড়ে হয়েছে সাড়ে ৩৩ টাকা। সরকারী কাজে ব্যবহারে পিএনজি-র মূল্য ছিল ৩৩ টাকা, এখন বেড়ে হয়েছে সাড়ে ৩৯ টাকা।
একই ভাবে আগরতলা এবং পশ্চিম ত্রিপুরার জন্য বানিজ্যিক পিএনজি-র মূল্য ছিল ৩৩ টাকা, এখন বেড়ে হয়েছে ৪৪ টাকা এবং বোধজং নগর শিল্প তালুকে বানিজ্যিক পিএনজি-র মূল্য ছিল সাড়ে ১৯ টাকা, এখন বেড়ে হয়েছে সাড়ে ৩০ টাকা।
প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী সংস্থার ঘোষণা অনুযায়ী নয়া মূল্য ২ এপ্রিল থেকে কার্যকর হবে। তাতে, নিশ্চিতভাবে অটো চালকদের উপর মারাত্মক প্রভাব পড়বে। মধ্যবিত্তের হেঁসেলে কোপ পড়বে, তা অস্বীকার করার কোন সুযোগ নেই।