মুম্বই, ২ এপ্রিল (হি. স.) : প্রতারণার শিকার হয়েছেন বলি অভিনেতা রাজকুমার রাও। তাঁর প্যান কার্ড ব্যবহার করে তাঁরই নামে ব্যাঙ্ক থেকে টাকা ধার করা হয়েছে । শনিবার টুইট করে এমনটাই জানালেন অভিনেতা ।
এদিন রাজকুমার টুইট লেখেন, ‘আমার প্যান কার্ড ব্যবহার করে আড়াই হাজার টাকার ধার নেওয়া হয়েছে ব্যাঙ্ক থেকে। এর ফলে আমার ‘ক্রেডিট স্কোর’-এ সমস্যা হয়েছে।’ সেই টুইটে ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড’ (সিবিল)-এর আধিকারিকদের উল্লেখ করে তাঁদের সাহায্য চেয়েছেন রাজকুমার। এই প্রতারণার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগেও তিনি প্রতারণার শিকার হয়েছিলেন। তারে নামে ইমেল আইডি তৈরি হয়েছিল। তাতে ছবির চুক্তির নামে তিন কোটি টাকা দাবি করা হয়