হেলমান্দ, ২ এপ্রিল (হি.স.) : আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি বিস্ফোরণে পাঁচ শিশু নিহত ও দুইজন আহত হয়েছে।
হেলমান্দের প্রাদেশিক কর্তারা জানিয়েছেন, ঘটনাটি শুক্রবার প্রদেশের মারজা জেলায় ঘটেছে। শিশুরা এটি নিয়ে খেলায় ব্যস্ত থাকার সময় বিস্ফোরণ ঘটে। প্রাক্তন প্রাদেশিক পরিষদের সদস্য আবদুল্লাহ বলেছেন, আহত দুজন মারজা জেলার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
অবিস্ফোরিত টুকরো এবং রকেট এখনও আফগানিস্তান জুড়ে প্রতি বছর দশ হাজার বেসামরিক নাগরিকের জীবনহানী করে।